শুক্রবার থেকেই বন্ধ হচ্ছে নিষ্ক্রিয় জি-মেইল অ্যাকাউন্ট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৯:২৭ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ PM
আগামী শুক্রবার থেকে মুছতে শুরু করবে অব্যবহৃত গুগল অ্যাকাউন্ট। সাইবার অপরাাধ কমাতে যে অ্যাকাউন্টগুলো দুই বছরের বেশি সময় ধরে অব্যবহৃত আছে সেসব অ্যাকাউন্টগুলো মুছে দেবে বলে এর আগে ঘোষণা দিয়েছিলো গুগল।
নিরাপত্তা ঝুঁকি কমাতে গত মে মাসে নীতিমালায় একটি সংশোধন করে গুগল জানায়, তারা চলতি বছরের ডিসেম্বর মাস থেকে পুরোনো অ্যাকাউন্টগুলো মুছে দেয়া শুরু করবে। গুগলের অভ্যন্তরীণ বিশ্লেষণ অনুসারে, পরিত্যক্ত অ্যাকাউন্টগুলো সক্রিয় অ্যাকাউন্টগুলোর তুলনায় সাইবার হুমকির জন্য উল্লেখযোগ্যভাবে বেশি ঝুঁকিপূর্ণ।
বিশ্লেষণটি দেখায় যে, নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোতে ইউজার যাচাইকরণের দুটি ধাপ থাকে। নিষ্ক্রিয় একাউন্টগুলোতে তা সহজ ভাবেই অতিক্রম করা যায়। যা সক্রিয় অ্যাকাউন্টগুলোতে সহজে করা যায় না। আর তাই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট হ্যাকারদের জন্য সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এটি ব্যবহারকারীদের পরিচয় চুরির মতো সাইবার অপরাধের ঝুঁকিতে রাখে এবং এমনকি এই পরিত্যক্ত অ্যাকাউন্টগুলোকে আরও অপরাধমূলক কার্যকলাপের জন্য ব্যবহার করতে পারে৷ তাই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলার মাধ্যমে গুগল এই নিরাপত্তা ঝুঁকি থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে সাহায্য করছে।
যেসব অ্যাকাউন্ট তৈরির পর থেকে কখনই ব্যবহার করা হয়নি, প্রাথমিক ধাপে সেগুলোকে আগে মুছে ফেলা হবে। তবে এই নীতিটি শুধু ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টগুলোতে প্রযোজ্য হবে। কোনো প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টগুলোতে এই নীতি কার্যকর হবে না বলে জানিয়েছে গুগল। সিএনএন এর এক তথ্যে জানা যায়, আগস্ট থেকে ডিলিটের তালিকায় থাকা অ্যাকাউন্টগুলোর পাশাপাশি সেগুলোর ব্যাকআপ ই-মেইল অ্যাকাউন্টগুলোতে সতর্কবার্তা পাঠাচ্ছে গুগল।
গুগলের অ্যাকাউন্ট মুছে দেয়া মানে হলো একজন ব্যবহারকারীর জি-মেইল, গুগল ডকস, গুগল ড্রাইভ এবং গুগল ফটোজসহ গুগলের সব গুলো সেবা থেকে তথ্য মুছে যাওয়া। ‘গুগল’ মুছে ফেলা অ্যাকাউন্টের আওতায় না পরতে কিছু পরামর্শ দিয়েছে। অ্যাকাউন্টকে সক্রিয় রাখতে এখন থেকে প্রতি দুই বছরে অন্তত একবার হলেও গুগলে যে কোনো একটি সেবা গ্রহণ করতে হবে। এটা হতে পারে একটি ই-মেইল পড়া, বা ইউটিউবে লগইন করে একটি ভিডিও দেখা কিংবা একটি মাত্র সার্চ করার মাধ্যমে।
এর আগে ২০২০ সালে গুগল নিষ্ক্রিয় অ্যাকাউন্টের শুধু কন্টেন্ট মুছে দেওয়ার কথা বললেছিল। কিন্তু গত মে মাসে নীতিমালায় সংশোধন করে গুগল জানায় তারা অ্যাকাউন্টগুলো পুরোপুরি মুছে দেয়ার সিদ্ধান্ত নেয়।