সহজেই সুইচ করা যাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম

ফেসবুক ও ইনস্টাগ্রাম সুইচ করা সহজ হচ্ছে
ফেসবুক ও ইনস্টাগ্রাম সুইচ করা সহজ হচ্ছে  © ইন্টারনেট

ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সুইচ করতে আর জটিলতায় পড়তে হবে না ব্যবহারকারীদের। দুই অ্যাকাউন্ট সুইচ সহজ করার উদ্যোগ নিয়েছে মেটা। সেই লক্ষে অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েবে নতুন ইন্টারফেস চালু করবে তারা।

জানা গেছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যক্তির পরিচয়ের তথ্যগুলো প্রথমে একই অ্যাকাউন্টে যোগ করতে হবে। এরপর ফোনের হোম স্ক্রিনে মাল্টিটাস্কিং মেনু অথবা অ্যাপ ড্রয়ারে নেভিগেট না করে অ্যাপের মধ্যে সুইচ করতে এই ফিচারটি ব্যবহার করা যাবে।

আরো পড়ুন: নোবেল পুরস্কার ঘোষণা আজ থেকে, জয়ী হতে পারেন যারা

আরও জানানো হেয়েছে, সব নোটিফিকেশন এক জায়গায় দেখতেও ইন্টারফেসটি সহায়তাও করবে। একই সঙ্গে অ্যানড্রয়েড ও আইওএসে রিডিজাইন লগইন এবং অনবোর্ডিং অভিজ্ঞতা চালু হবে। সেই প্রস্তুতিও নিচ্ছে মেটা।


সর্বশেষ সংবাদ