বিনিয়োগ সম্মেলন
ইয়ংওয়ানের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০১:৪১ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ০১:৪১ PM

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের অগ্রদূত এবং ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে দেশের অর্থনীতিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক নাগরিকত্ব নাগরিকত্ব দিল সরকার।
আজ বুধবার (৯ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট, ২০২৫-এ তার হাতে বাংলাদেশের পাসপোর্ট তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসা কিহাক সাংসহ পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এবারের সম্মেলনে সম্মানিত করা হয়। তবে শুধু কিহাক সাংকেই সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।
সামিটে কিহাক সাং বলেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’
আরও পড়ুন: শপআপ একীভূত হচ্ছে সৌদি ই-কমার্স সারির সঙ্গে, তুলবে ১২শ' কোটি টাকা
এর আগে বাংলাদেশ বিজনেস সামিট উপলক্ষে দক্ষিণ কোরিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংয়ের নেতৃত্বে প্রতিনিধিদল। বৈঠকে তারা বাংলাদেশে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়।
কোরিয়ান প্রতিনিধিদলে বস্ত্র ও তৈরি পোশাক, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা রয়েছেন। তারা গত সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন।
এদিকে বৈঠকে কোরিয়ান ব্যবসায়ী প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘এমন সময় আপনারা বাংলাদেশে এসেছেন, যখন আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণ করছি। এই নতুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এখন সহজ ও ঝামেলামুক্ত।’
আরও পড়ুন: এবারের নববর্ষের শোভাযাত্রায় থাকছে ‘ফিলিস্তিন’ নিয়ে গান
তিনি আরও বলেন, ‘আপনাদের জন্য বিনিয়োগপ্রক্রিয়া সহজ করা আমাদের দায়িত্ব। আমি জানি, গত ১৬ বছরে আপনাদের অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে, আমরা সেই সময়ের ক্ষতিপূরণ দিতে চাই।’