চার প্রতিষ্ঠান পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’

চারটি প্রতিষ্ঠানকে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’  তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
চারটি প্রতিষ্ঠানকে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস  © সংগৃহীত

বিনিয়োগ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় দেশের চারটি প্রতিষ্ঠানকে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিকস লাগবে।

এর মধ্যে উদ্ভাবনী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ফেব্রিক লাগবে, টেকসই ক্যাটাগরিতে ওয়ালটন, বিদেশি বিনিয়োগে বিকাশ ও স্থানীয় বিনিয়োগ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার ৪ আসামি ট্রাইব্যুনালে

এ ছাড়া বিনিয়োগ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে কোরিয়ান এক্সপার্ট প্রসেসিং জোনকে। বাংলাদেশে ব্যবসায় অসামান্য অবদান রাখায় কোরিয়ান বিনিয়োগকারী কি হাক সুনকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে। ইয়াং ওয়াও এর সিইও এবং বাংলাদেশে কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা তিনি ।
 
উল্লেখ্য, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন, যা চলবে ১০ এপ্রিল পর্যন্ত।


সর্বশেষ সংবাদ