সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস রুটিন ১০ মার্চ পর্যন্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় গত মাসে স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। তবে সব শিক্ষার্থীকে করোনা টিকার দ্বিতীয় ডোজ না দিতে পারায় এবং সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মাধ্যমিকের ক্লাস সীমিত পরিসরে নেয়া হচ্ছে। এই অবস্থায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে মাধ্যমিকের ক্লাস পরিচালনা করা হবে।

শনিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ১০ম শিক্ষার্থীদের সংসদ টিভির আমার ঘরে আমার স্কুলের ৬-১০ মার্চের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) ও আমার ঘরে আমার স্কুল কর্মসূচির ফোকাল পয়েন্ট প্রফেসর ড. প্রবীর কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ তার আওতাধীন প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ শিক্ষার্থীদের আমার ঘরে আমার স্কুল সম্পর্কে অবহিত করবেন। বিশেষ কারণে ক্লাস রুটিন পরিবর্তন করা হতে পারে।

রুটিন দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ