নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে—জানাল মাউশি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৪ PM

৫ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত ৩ হাজারের বেশি শিক্ষকদের গত জানুয়ারি মাসে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই শিক্ষকরা এখনো বেতন পাননি। ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের পর তারা বেতন পেতে পারেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সেল (ইএমআইএস) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালিষ্ট খন্দকার আজিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। ইএফটিতে ৩ লাখ ৪৯ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন দেওয়ার পর ৫ম ধাপ এবং নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
আরও পড়ুন: সাড়ে ৩ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিল মাউশি
নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীরা কবে নাগাদ বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এটি নির্দিষ্ট করে সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করছি ঈদুল ফিতরের পূর্বেই তাদের বেতন-ভাতা দেওয়ার।’
গত ১২ জানুয়ারি দেশের বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া তিন হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয় মাউশি। তাদের মধ্যে স্কুলে দুই হাজার ৫৭৯ জন এবং কলেজের ৬২৭ জন শিক্ষক রয়েছেন।
এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, মাউশি অধিদপ্তরের ৯ আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোন অঞ্চলের কতজন এমপিওভুক্ত
সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৩ হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৩০, চট্টগ্রামের ১২৭, কুমিল্লার ১৪৮, ঢাকার ৭২৬, খুলনার ৩৭৭, ময়মনসিংহের ১৬৪, রাজশাহীর ৬৬৮, রংপুরের ১৭৫ এবং সিলেটের ৬৪ জন তালিকায় রয়েছেন।
অন্যদিকে কলেজের ৬২৭ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৫, চট্টগ্রামের ৪৩, কুমিল্লার ৫২, ঢাকার ১০১, খুলনার ৭৭, ময়মনসিংহের ৬৭, রাজশাহীর ৭৬, রংপুরের ১১০ এবং সিলেট অঞ্চলের ৫৬ জন রয়েছেন।