তিন বিভাগের বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ

বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠান
বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠান   © ফাইল ফটো

দেশের তিন বিভাগের বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ জুনের মধ্যে গুগল ডকস ফাইলের মাধ্যমে এ তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মাউশির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়) প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, অতিবৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সিলেট, ময়মনসিংহ ও রংপুর অঞ্চলের জেলা শিক্ষা কর্মকর্তাদের আওতাধীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্যা কবলিত থাকলে তার তথ্য সংযুক্ত গুগল ডক লিংকে পাঠানোর জন্য বলা হলো।

নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষের সংখ্যা, পাঠদান চালনো সম্ভব হচ্ছে কি-না ইত্যাদি তথ্য পাঠাতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ