ঢাবিতে কৃষ্ণচূড়ার লালগালিচা দেখতে সৌন্দর্য পিপাসুদের ভীড়
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মে ২০১৯, ০৭:৪২ PM , আপডেট: ০৪ মে ২০১৯, ০৮:৩০ PM
কৃষ্ণচূড়া ফুলের মনোরম লালগালিচা দেখতে সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে ভীড় জমাচ্ছেন সৌন্দর্য পিপাসুরা। শুক্রবার রাতে ও সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে মলচত্বরের কৃষ্ণচূড়া ফুলগুলো মাটিতে ঝরে পড়ে এক অনিন্দ্য লালগালিচার সৃষ্টি হয়। শনিবার সকাল থেকেই মলচত্বরের এ বিরল সৌন্দর্য দেখতে শিক্ষার্থী, ফটোগ্রাফার, প্রেমিক যুগলরা ভীড় জমান।
এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে এ দৃশ্য ছড়িয়ে পড়ে সবখানে। ফলে দূরদূরান্ত থেকেও দর্শনার্থীরা এখানে এসে সৌন্দর্য উপভোগ করেছেন। বিকালের দিকে মলচত্বরে ছবি তুলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাখাওয়াত আল নুসায়ের। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফেসবুকে মলচত্বরের ছবি দেখে বিশ্বাস হচ্ছিল না! তাই চলে আসলাম এ সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্ধী করে রাখতে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস পুষ্পিতা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বন্ধুর দেয়া ছবি দেখে লোভ সামলাতে পারিনি। তাই ক্যামেরা নিয়ে চলে আসলাম এ স্বর্গীয় সৌন্দর্য দেখতে!
মলচত্বরের সৌন্দর্য উপভোগ করতে আসা এক প্রেমিক যুগল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমন রোমান্টিক দৃশ্য ঢাকা শহরে তেমন একটা দেখা যায় না। সত্যি আজকের দিনটা আমাদের জীবনে স্মরণীয় একটা দিন হয়ে থাকবে।