ঢাবিতে বামদের ধাওয়া খেল এরশাদের ছাত্র সমাজ!

ছাত্র সমাজের মিছিলে ছাত্রফ্রন্ট নেতাকর্মীদের ধাওয়া
ছাত্র সমাজের মিছিলে ছাত্রফ্রন্ট নেতাকর্মীদের ধাওয়া  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করতে গিয়ে ধাওয়া খেয়েছে হুসেইন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন। পরে অন্য বাম সংগঠনগুলোর নেতাকর্মীরাও তাদের সাথে যোগ দেন।

এতে অন্তত ছয় জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র সমাজের সাধারণ সম্পাদক প্রার্থী (জিএস) মামুন ফকির। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ছাত্র সমাজ পরিবেশ সংসদ কর্তৃক নিষিদ্ধ হয়েও ডাকসু নির্বাচনে অংশ নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বার বার বলার পরও এবিষয়ে ব্যবস্থা নেয়নি। তারা ডাকসুর দুটি পদে নির্বাচন করছে।’

তিনি বলেন, ‘আজ তারা ক্যাম্পাসে মিছিল বের করেছে শুনে আমরা কলা ভবনের পেছনে তাদের পাই। সেখান থেকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি।’

তবে এভাবে ‘হামলা’ চালিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে দাবি করে ছাত্র সমাজের জিএস প্রার্থী মামুন ফকির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে মিছিল বের করেছিলাম। কিন্তু সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে আমাদের উপর পেছন থেকে হামলা চালিয়েছে। এতে আহত ছয় জন নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।’

তবে ক্যাম্পাসে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘৯০ সালের আগে ধর্মভিত্তিক ও স্বৈরাচারী সংগঠনগুলোর রাজনীতি মৌখিকভাবে ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়। আমরা যারা ৯৫ সালের পরে জন্মেছি তারা কেন এর দায় নেব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও এর নথি চেয়েছি। কিন্তু কিছুই দিতে পারেনি।’

মামুন ফকির বলেন, ‘হামলার ব্যাপারে প্রক্টরের নিকট আনুষ্ঠানিকভাবে আমরা জানিয়েছি। তিনি উভয় সংগঠনের ব্যাপারেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

ঘটানর পর বিপ্লবী ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রীর নেতাকর্মীরাও লাঠিসোটা নিয়ে ক্যাম্পাাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, জাসদ ছাত্রলীগের সভাপতি শাজাহান আলী সাজু, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ