‘আকাশে লক্ষ তারা, বিয়ের বাজারে আমিই সেরা’
- জাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ AM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ AM

‘আকাশে লক্ষ তারা, বিয়ের বাজারে আমিই সেরা’, এমন ব্যতিক্রমধর্মী স্লোগান সামনে রেখে নববর্ষ-১৪৩২ উদযাপনে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি আয়োজন করেছে এক অভিনব ও রম্য বিতর্ক প্রতিযোগিতা। বিয়ে নিয়ে যুক্তি-তর্কের এমন হাস্যরসাত্মক আয়োজন যেন বকুলতলার বাতাসেই বাড়তি রোমাঞ্চ ছড়িয়ে দেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট জয় করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী নাদিয়া বেগম নূরী।
সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র বকুলতলায় অনুষ্ঠিত এ ব্যতিক্রমধর্মী বিতর্কে নিজেকে সেরা পাত্র বা পাত্রী প্রমাণ করতে উঠে আসে বিচিত্র সব যুক্তি, আবেগ আর হাসির রোল। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন গণিত বিভাগের আরিফা জাহান, আর তৃতীয় স্থান যৌথভাবে ভাগ করে নেন ফিশারিজ বিভাগের মুসলিম ইবনে রবি ও সমাজকর্ম বিভাগের আইনুন্নাহার রিয়া।
বিতর্কে পাত্র-পাত্রী হিসেবে মঞ্চ মাতান সমাজকর্মী রিয়া, কম্পিউটার ইঞ্জিনিয়ার নাদিয়া, ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার হৃদয়, শিক্ষিকা আরিফা, উদ্যোক্তা শাইরা এবং কৃষিবিদ মুসলিম। প্রত্যেকেই নিজেকে আদর্শ পাত্র বা পাত্রী প্রমাণে তুলে ধরেন ‘বিয়ের জন্য উপযুক্ত’ হওয়ার নানা হাস্যকর ও যুক্তিসম্মত কারণ। বিতর্ক শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
আরো পড়ুন: যাহা পাইতে চাই, যাহা হারাইতে চাই
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিচারকের আসনে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসাইন, আর ঘটকের ভূমিকায় ছিলেন ছাত্র কল্যাণ ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।
ডিবেটিং সোসাইটির আহবায়ক সহকারী অধ্যাপক মো. জাহিদুল আলম ও সদস্য প্রভাষক আতিকুর রহমান এবং মো. আবুল হায়াত সজিব আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন। রসিকতায় ভরপুর এ অনুষ্ঠানটির প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন রাবেয়া খান ও জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম।
নববর্ষের এ ব্যতিক্রমধর্মী আয়োজন শুধু আনন্দই ছড়ায়নি, একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও রসবোধের প্রকাশ ঘটিয়েছে অন্যরকমভাবে। আগে অনুষ্ঠিত আন্তঃবিভাগীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয় এই অনুষ্ঠানে।