জাবির অর্থনীতি বিভাগের চার দিনব্যাপী বিতর্ক প্রতিযোগীতা
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ জুলাই ২০১৮, ০৯:০০ PM , আপডেট: ২৩ জুলাই ২০১৮, ১২:৪৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চার দিনব্যাপী আন্তঃব্যাচ ও আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সমাজবিজ্ঞান অনুষদের ২৪২ নং কক্ষে এ প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
বিতর্ক সংগঠন ‘ডিবেটিং সোসাইটি অব ইকোনমিক্স’ (ডিএসই) এর আয়োজনে ও ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’ এর সহযোগীতায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগের ৪৬তম ব্যাচ। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ৪৭তম ব্যাচের ফারহান ইমতিয়াজ নাফি।
এছাড়া আন্তঃক্লাব সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় ফিলোসফি ডিবেটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আইবিএ-জেইউ ডিবেটিং ক্লাব। এ প্রতিযোগীতায় সেরা বিতার্কিক হন দর্শন বিভাগের মারুফ মোজাম্মেল।
এদিকে আন্তঃক্লাব বারোয়ারি বিতর্কে প্রথম স্থান অধিকার করে অর্থনীতি বিভাগের তাপসী দে প্রাপ্তি, দ্বিতীয় আইবিএ বিভাগের মিনহাজুল আবেদীন, তৃতীয় অর্থনীতি বিভাগের নাজিয়া তাসনিম দীপ্তি।
পরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
রেদোয়ান হোসেনের সভাপতিত্বে ও সাইমুম মৌসুমী বৃষ্টির সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই এর মডারেটর অধ্যাপক ড. খন্দকার মো. আশরাফুল মুনিম, শরমিন্দ নিলোর্মী, আসসারুল ইসলাম চৌধুরী, এইচ এম শহীদ সামি, ডিএসই ও জেইউডিও-র সাবেক সভাপতি ন‚র আলম, জেইউডিও এর সভাপতি মুশফিক উস সালেহীন, সহ-সভাপতি মো. সোহানুর রহমান প্রমুখ।