জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট

অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রপি নিচ্ছেন সিইউএসডি এর সদস্যরা
অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রপি নিচ্ছেন সিইউএসডি এর সদস্যরা  © টিডিসি ফটো

চট্টগ্রামে অনুষ্ঠিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চিটগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) এর বিতার্কিক দল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (৮ জুলাই) চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। ফাইনালে সিইউএসডি মুখোমুখি হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সঙ্গে। 

চ্যাম্পিয়ন দলের হাতে পুরষ্কার তুলে দেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি অনুষদের ডিন।

চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন- লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান নাইম, একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সায়েম এবং আইন অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী আরজুমান্দ আসমা তামান্না। এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে মনোনীত হয়েছেন মো. সায়েম।

সিইউএসডি’র সভাপতি ফারহানা যুঁথী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র দল হিসেবে অংশ নিয়েছি। এ বিজয় নিঃসন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।


সর্বশেষ সংবাদ