বিএনপি নেতার ওপর বোমা হামলা, অস্ত্র নিয়ে ধাওয়া
- যশোর প্রতিনিধি
- প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৫০ AM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৫০ AM

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়াকে লক্ষ্য করে বোমা হামলার চালিয়েছে দুর্বৃত্তরা। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের পাশে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, আব্দুল মমিনের ইউনিয়নের ভান্ডারী মোড়ে ভাই ভাই স’ মিল নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে তার। রোববার রাতে বাড়ি ফেরার পথে ইউনিয়ন পরিষদ পার হতেই সাত-আট জন তার গতিরোধ করার চেষ্টা করে। এ সময় তাকে লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পুনরায় তারা বোমা বিস্ফোরণ ঘটালে লক্ষ্যভ্রষ্ট হলে অল্পের জন্য রক্ষা পান তিনি।
বোমার বিকট শব্দে আশেপাশে লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করেছে। হামলার শিকার মমিন ভূইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান শিমুল বলেন, রাতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরো পড়ুন: মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
বিএনপি নেতা মমিন ভূঁইয়া বলেন, ‘রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাত-আট জন আমাকে আটকানোর চেষ্টা করে। তারা আমাকে লক্ষ্য করে দু'টি হাত বোমা নিক্ষেপ করেছিল। একটি বোমা মোটরসাইকেলে বিস্ফোরিত হয়। আমি মাটিতে পড়ে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাড়া করে। আমার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীদের মধ্য থেকে চারজনকে শনাক্ত করতে পেরেছি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।