রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ  © প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত থানার বটতলা বালুর মাঠ এলাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১টার দিকে সেইি শিশুকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অন স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, খিলক্ষেত থেকে ৬ বছরের একটি শিশু ধর্ষণের ঘটনায় তার মা শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। পুলিশ সঙ্গে না আসায় আমি তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। তার শারীরিক পরীক্ষার জন্য ২১২ নাম্বার ওয়ার্ডে পাঠানো হয়েছে সেখান থেকে তাকে ওসিসি তে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা এবং ধর্ষককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই কারণে খিলক্ষেত থানা পুলিশ আসতে পারেনি। কয়েকজন পুলিশও নাকি এই ঘটনায় আহত হয়েছে জানতে পেরেছি।


সর্বশেষ সংবাদ