প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে সেই ট্রাক চালকের আমৃত্যু কারাদণ্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০২:১০ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫, ০২:১০ PM
![ট্রাকচালক সোহেল রানা](https://cdn.thedailycampus.com/resources/img/article/202501/168682_199.jpg)
ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ মহাসড়কে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের দায়ে ট্রাকচালক সোহেল রানাকে (৩৬) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মোছা. সালমা বেগম এ রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মাসুদুর রহমান।
মাসুদুর রহমান বলেন, ‘আসামি এই মামলায় জেল হাজতে ছিলেন। তাকে হাজির করা হলে আদালত আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।’
প্রসঙ্গত, ২০২১ সালের ২২ জুন চন্দ্রা থেকে ওই তরুণী ট্রাকের পেছনে বসে সিরাজগঞ্জের চান্দাইকোনায় আসছিলেন। ট্রাকে আরও কয়েকজন যাত্রী ছিল। ট্রাকটি এলেঙ্গা এলাকায় আসার পর চালক ও হেলপার অন্যান্য যাত্রীদের নামিয়ে দিলেও ওই তরুণীকে নিয়ে রওনা দেয়।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ট্রাক থেকে নেমে যাওয়া এক যাত্রী ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। এরপর বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকটিকে আটক করার চেষ্টা করা হয়। কিন্তু ট্রাকচালক পুলিশের সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কড্ডার মোড় এলাকায় ব্যারিকেড দিয়ে ট্রাকটিকে আটক করা হয়। এ সময় ওই তরুণীকে উদ্ধার ও চালককে আটক করা হয়।