‘আওয়ামী ওসি’ নেজামকে মারধর, লাঞ্ছিত করার ভিডিও ভাইরাল

চট্টগ্রামের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন নেজাম উদ্দিন
চট্টগ্রামের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন নেজাম উদ্দিন  © সংগৃহীত

আওয়ামী শাসনামলে চট্টগ্রামের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন নেজাম উদ্দিন। দায়িত্ব পালনকালে তিনি হয়ে উঠেছিলেন এলাকার ত্রাস। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। আজ তাকে পেয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হেনস্তা করেন। মারধর করেন। পরে এই সাবেক ওসিকে লাঞ্ছনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যকে ছড়িয়ে পড়ে। 

সোমবার (৬ জানুয়ারি) বেলা আড়াইটার সময় নগরের পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে পাঁচলাইশ থানা-পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। তবে এরপর বিএনপির নেতা-কর্মীরা থানা ঘেরাও করে হট্টগোল করেন ও স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা আড়াইটায় ব্যক্তিগত গাড়িতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। তখন তার সঙ্গে তাদের হাতাহাতি হয়। মারধরের কারণে তার পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়।

জানা গেছে, নেজাম উদ্দিন আওয়ামী সরকারের আমলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করা কালে ত্রাসের রাজত্ব কায়েম করেছলেন। সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীকে হত্যা, নির্যাতন ও আটক করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিনের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে হবে।

নেজাম উদ্দিনের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতির বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, নেজাম উদ্দিন বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। এর বেশি কিছু মন্তব্য করেননি তিনি।

এদিকে পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে পাঁচলাইশ থানা ঘেরাও করেছেন বিএনপির নেতা-কর্মীরা। তারা সেখানে বিচারের দাবিতে মিছিল করছেন।

 


সর্বশেষ সংবাদ