তীব্র শীতে রাজশাহীতে বন্ধ হয়নি কিন্ডারগার্টেন স্কুল

  © সংগৃহীত

রাজশাহীতে তীব্র শীতের কারণে রাজশাহী জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার ও সোমবার এবং সব প্রাথমিক বিদ্যালয় রোববার বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ভিন্ন চিত্র দেখা যায় রাজশাহীর অধিকাংশ কিন্ডারগার্টেন স্কুলগুলোতে। তারা সরকারি নির্দেশনা না মেনেই স্কুল খোলা রেখেছে। স্কুল কর্তৃপক্ষ বলছে সরকারি কোনো ধরনের নির্দেশনা না পাওয়ায় স্কুল খোলা রেখেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরি স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার ও সোমবার রাজশাহী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই এই দুই দিন জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো।

অভিভাবকরা বলছে সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে এসেছি তীব্র শীতের কারণে দেশের সরকারি স্কুল বন্ধ করা হয়েছে কিন্তু কিন্ডারগার্টেন স্কুল খোলা আছে। আমরা চিন্তিত কারণ শীতের কারণে বাচ্চারা অসুস্থ হতে পারে।


সর্বশেষ সংবাদ