ঢাকায় ছয় তলা থেকে নিচে পড়ল মাদ্রাসাছাত্র

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল  © ফাইল ছবি

রাজধানীর ডেমরার একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে নাজমুল হাসান (১৪) নামে এক শিক্ষার্থীরা মৃত্যু হয়েছে। সারুলিয়া বক্সনগর এলাকায় মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্র নবম শ্রেণির (তাসেক বিভাগ) শিক্ষার্থী ছিল।

কর্তৃপক্ষ বলছে, মাদ্রাসার ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে সে মারা গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে শিক্ষক আমিনুল ইসলাম বলেন, নাজমুল দারুন নাজাত মাদ্রাসার ছাত্র। বিকেলে সে ছাদে যায়। সেখানে রেলিংয়ের ওপর উঠেছিল সে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে রেলিংয়ের ওঠার পর নিচের দিকে তাকিয়েছে বা লাফিয়ে পড়েছে, তা বোঝা যাচ্ছে না।

আরো পড়ুন: প্রতিমা বিসর্জনে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল আইডিয়াল কলেজছাত্রের

নিচে পড়ে গিয়ে আহত হয় সে। পরে তাকে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজমুলের মামা আকরাম হোসাইন বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় পেয়েছেন। সে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখা গ্রামের ব্যবসায়ী মাইনুদ্দিনের ছেলে। দু’ভাই এক বোনের মধ্যে সে বড় ছিল। মাদ্রাসার পঞ্চম তলায় থাকতো সে।


সর্বশেষ সংবাদ