‘ঘরের সিলিং ফ্যানে ঝুলেছিল কলেজছাত্রের মরদেহ’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০১:৪১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ০১:৪৫ PM
বগুড়ার শাজাহানপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শাকিব হোসেন (২০) যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের আজগর আলীর ছেলে। বগুড়ার শাজাহানপুরের রানীরহাট এলাকায় জনৈক আব্দুল ওহাব নামে এক ব্যক্তির ভাড়া বাসায় বাবা, মা ও বড়ভাইসহ বসবাস করতেন। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন।
বুধবার (২৩ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শাকিবের বাবা আজগর আলী জানান, মঙ্গলবার (২২ আগস্ট) রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। পাশের ঘরে দুই ছেলেও ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজ আদায়ের জন্য তার স্ত্রী ঘুম থেকে উঠে ছেলেদের ঘরে গিয়ে দেখেন ছোট ছেলে নাই আর বড় ছেলে ঘুমাচ্ছে।
বসার ঘরে ভেতর থেকে দরজা বন্ধ করা। অনেক ডাকাডাকি করার পরেও দরজা না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে শাকিবকে সিলিং ফ্যানের রডের সাথে রশি টানিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন। মানসিক হতাশাগ্রস্ত থেকে শাকিব হোসেন আত্মহত্যা করেছে বলে জানান তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাকিবের বাবা থানায় অপমৃত্যু দায়ের করেছেন।