এক দফা দাবিতে টিটি কলেজ ছাত্রীদের বিক্ষোভ

অধ্যক্ষের বাসভবনের সামনে ছাত্রীদের বিক্ষোভ
অধ্যক্ষের বাসভবনের সামনে ছাত্রীদের বিক্ষোভ  © সংগৃহীত

আবাসিক হলের গেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং (টিটি) কলেজের ছাত্রীরা। বুধবার (১৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে অধ্যক্ষের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

ছাত্রীদের ভাষ্য, শীতকালে সন্ধ্যা ৬টায় আর এখন ৭টায় হলের গেট বন্ধ করে দেওয়া হয়। টিউশনি বা বাইরে ব্যক্তিগত কাজ থাকলেও গেট বন্ধ করে অধ্যক্ষ বাসায় চাবি নিয়ে যান। কেউ দেরি করলে তাকে গেটে অপেক্ষা করতে হয়। এতে অনেক সমস্যায় পড়তে হয়। এ বিষয়ে দাবি জানালেও অধ্যক্ষ কোনও সিদ্ধান্ত নেননি। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তাই শিক্ষার্থীরা।

আন্দোলরত ছাত্রী সুমাইয়া আক্তার বলেন, অনেকে টিউশনি বা কোচিং সেন্টারে ক্লাস নেয়। সন্ধ্যার পরে নিজেরাও কোচিং করতে যান। এ অবস্থায় ৭টায় গেট বন্ধ করে দিলে সমস্যায় পড়তে হয়। অন্তত রাত ৯টা পর্যন্ত হল গেট খোলা থাকুক।

ইয়াসমিন বলেন, আমাদের দাবি যৌক্তিক। কলেজ প্রশাসন শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রাত ৯টা পর্যন্ত গেট খোলা রাখার ব্যাপারে  সিদ্ধান্ত নিক।

টিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম ফারুক বলেন, সন্ধ্যা ৭টায় গেট বন্ধ করে দেওয়া আমার একার সিদ্ধান্ত নয়। অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত। কয়েকদিন ধরেই ছাত্রীরা বেশি সময় হলের গেট খোলা রাখার দাবি জানাচ্ছে। কলেজ ছাত্রলীগের সভাপতিও ফোন করেছিলেন। ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ধ্যা ৭টায় গেট বন্ধ করে দেওয়া হয়। ছাত্রীরা যদি বলে তাদেরসমস্যা নেই, তাহলে আমারও সমস্যা নেই।


সর্বশেষ সংবাদ