অধ্যাপকের কক্ষ ‘অবৈধভাবে’ দখল, ঢাবিতে বিক্ষোভ

কক্ষ দখলের প্রতিবাদে বিভাগের ছাত্র-শিক্ষকবৃন্দ প্রতিবাদ কর্মসূচি পালন
কক্ষ দখলের প্রতিবাদে বিভাগের ছাত্র-শিক্ষকবৃন্দ প্রতিবাদ কর্মসূচি পালন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের কক্ষ দখলের প্রতিবাদে বিভাগের ছাত্র-শিক্ষকবৃন্দ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। প্রতিবাদ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দেন। এসময় উপাচার্য বিষয়টি সুরাহার আশ্বাস দেন।

আজ বুধবার (১৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রতিবাদকারীরা প্রতিবাদী স্লোগান, গান গেয়ে ও প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ করেন। 

প্রতিবাদে বিভাগের শিক্ষার্থী বর্ণালী ঘোষ বলেন, ঢাবি অধ্যাপকের কক্ষ অবৈধভবে দখলের মাধ্যমে সংস্কৃতির উপর আঘাত করা হয়েছে। আমাদের শিক্ষকেরা আমাদের দেবতাতূল্য। তাদের প্রতি এরকম লাঞ্ছনা আমরা মেনে নিতে পারছি না। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

বিভাগের এমফিল গবেষক সবুজ তালুকদার বলেন, এই বিভাগ আমাদের পরিবার। আমরা এই প্রশাসনকে হুশিয়ার করে বলতে চাই, এই ভাঙ্গা তালার উপরে যদি আবার তালা লাগে যেখান থেকে আপনারা তালা লাগান, সেই রুমে তালা ঝুলিয়ে দিবো। আর কার এজেন্ডা আপনারা বাস্তবায়ন করেন আমরা দেখবো। 

বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ড. সাইদুর রহমান লিপন বলেন, আমি এই বিভাগের প্রথম শিক্ষার্থী। এই রুম থেকেই আমাদের বিভাগের পথচলা শুরু। এই আঘাত আমাদের অস্তিত্বের উপর আঘাত। তাই এই কক্ষ আমরা কখনোই অন্য কারো হাতে যেতে দিবো না।

aca93262-e662-4a4d-b10c-a9d04abf2981

বিভাগের অধ্যাপক ড. আহমেদুল কবির বলেন, আজকে আমাদের এখনে দাঁড়ানোর কথা না, ক্লাসে থাকার কথা। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে এসেছি ২০ বছর ধরে একজন অধ্যাপক বিভাগের সৃষ্টি লগ্ন থেকে এই রুমে বসেন। আরেকটি বিভাগের রুম বড় করার জন্য এই রুম সিলগালা করে দেয়া হলো!  এটা জ্ঞানের উপরে আঘাত, সংস্কৃতির উপরে মৌলবাদের আঘাত। আমরা উপাচার্যের কাছে বিচার চাই, তদন্ত করা হোক, কারা এর পেছনে কলকাঠি নাড়ছে?  

বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন, বারবার আমাদের কাছে চিঠি আসে, বার বার আমরা চিঠি দিয়ে জানিয়েছি এটা দখল কেন অযৌক্তিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সৌন্দর্য আছে, ভদ্রতার মানদন্ড আছে। এটা কেমন ভদ্রতা? এই ধরনের কাজ আমাদের মর্মাহত করেছে। একটি বিভাগকে সুবিধা দেয়ার জন্য আরেকটি বিভাগের পাঠ কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে। 

আরও পড়ুন: ঢাবির বিষয় পছন্দ ফরমে ভুল হলে কী হবে?

এ ব্যাপারে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিষয়টি দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের কক্ষ বিভাজন কমিটির। যে যেটার প্রাপ্য সে অনুযায়ী কক্ষ বরাদ্দ দেয়া হয়ে থাকে। এখন কেউ অযৌক্তিকভাবে অন্য কারো কক্ষ দখল করতে পারে না, এটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত একটি কাজ। বিষয়টি কমিটির সদস্যরা ডিনের সাথে বসে, শিক্ষকদের সাথে বসে আলোচনার মাধ্যমে সমাধান করবে।

প্রতিবাদ কর্মসূচিতে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়নের সভাপতিত্বে  আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আহমেদুল কবির, সহকারী অধ্যাপক কাজী তামান্না হক সিগমা, তানভীর নাহিদ খান সহ বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ।


সর্বশেষ সংবাদ