রাতভর আন্দোলন: রাজপথ ছাড়েননি ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা
- ঢাকা আলিয়া প্রতিনিধি
- প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭ AM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ AM
ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচারকার্য সম্পাদনের নোটিশ জারির প্রতিবাদে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রাতভর আন্দোলনের পর সকালেও শিক্ষার্থীদের সড়কে অবস্থান নিতে দেখা গেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর থেকে পুলিশ ও এপিবিএন সদস্যদের অস্থায়ী আদালতে প্রবেশে বাধা দেন শিক্ষার্থীরা। তাদের দাবি, এ মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে দখল করে সেখানে আদালত পরিচালনা করেছে।
এ বিষয়ে নাজির আহমদ নামে এক শিক্ষার্থী জানান, ‘আমরা বিশ্বাস করি, জুলাই বিপ্লবের পরে আমরা আমাদের মাঠ ফিরে পাব। আগামী এক ঘন্টার মধ্যে আমাদের মাঠের বিষয়ে সমাধান চাই । দ্রুত সমাধান না আসলে আমরা শিক্ষার্থীরা সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তুলবো।’
জানতে চাইলে এপিবিএন মিরপুর ইউনিটের সাব ইন্সপেক্টর বাবুল হোসেন বলেন, ‘লোকাল থানার অফিসারের কাছ থেকে জানুন। আমি এবিষয়ে বক্তব্য দিতে পারছি না।’
ঘটনাস্থলে উপস্থিত শাহবাগ থানার সাব ইন্সপেক্টর (এসআই) মাহমুদুল হাসান জানান, ‘এ বিষয়ে আমাদের কিছু জানা নেই । আমাদের ওসি স্যার আসবে উনি বিস্তারিত জানাবেন।’