রাজধানীর মাদ্রাসা থেকে ঢাবি শিক্ষার্থীর ভাই নিখোঁজ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মে ২০২৩, ১০:৫১ AM , আপডেট: ০৫ মে ২০২৩, ১১:১৫ AM
ঢাকার কামরাঙ্গীর চর মাতবর বাজারের জামিয়াতু বিলাল বিন রাবাহ (রাঃ) আল ইসলামিয়াহ মাদ্রাসা থেকে মো. আসাদুজ্জামান নামে ১২ বছর বয়সী শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ৪ মে ২০২৩ (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে মাদ্রাসা কতৃপক্ষ। নিখোঁজ আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরানের ছোট ভাই।
ইমরান বলেন, আমি ছুটিতে গ্রামের বাড়ি গাইবান্ধায় ছিলাম৷ মাদরাসা খোলার সুবাদে ছোট ভাইকে ঢাকায় পাঠিয়েছিলাম। গতকাল বিকেল হঠাৎ মাদরাসা থেকে জানতে পারি আমার ভাইকে পাওয়া যাচ্ছে না। ভাবলাম সে মনে হয় আমার হলে আসছে। পরে জহুরুল হক হলে খোঁজ নিয়ে দেখলাম সে এখানে আসেনি। এদিকে রাত পেরিয়ে সকাল হলেও আমার ভাইকে খুঁজে পাইনি।
জিডি করা প্রসঙ্গে তিনি বলেন, আমি ঢাকা আসতেছি, এসেই থানায় জিডি করবো।
ইমরান জানান, আসাদের গায়ের রঙ শ্যামলা। সে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিল। হারানোর সময় তার পড়নে ছিলো নীল রঙের পাঞ্জাবি ও পাজামা তার উচ্চতা আনুমানিক ৪' ৫"।
আরও পড়ুন: ৮ দিন ধরে নিখোঁজ দুই বছরের শিশু মাহিম।
মাদরাসায় দায়িত্বরত এক শিক্ষক বলেন, আমরা বিকেলে জানতে পারি আসাদকে পাওয়া যাচ্ছে না। পরে ভাবলাম সে হয়তো বড় ভাইয়ের হলে গেছে। কিন্তু পরে আমরা জানতে পারি সে সেখানেও যায়নি। পরে মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে আশেপাশে খোঁজ নিতে থাকি। তবে এখনো আমরা তার খোঁজ পাইনি।
যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন, নিন্মোক্ত ঠিকানা অথবা নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
যোগাযোগের ঠিকানা: কামরাঙ্গীর চর মাতবর বাজারের জামিয়াতু বিলাল বিন রাবাহ (রাঃ) আল ইসলামিয়াহ মাদরাসা
অথবা, 01719072182 (ইমরান, ছেলের বড় ভাই)