চাকরির পরীক্ষা কেন্দ্র থেকে কারাগারে তরুণী

চাকরির পরীক্ষা
চাকরির পরীক্ষা  © সংগৃহীত

গাজীপুরে মোবাইল নিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার অপরাধে সুলতানা আক্তার নামে এক তরুণীর ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সুলতানা কালিয়াকৈর উপজেলার বাসিন্দা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কেন্দ্রে সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ পরীক্ষা চলছিল। মোবাইল ফোন নিয়ে সুলতানা আক্তার নামে এক নারী পরীক্ষায় অংশ নেন। মোবাইল ব্যবহারের মাধ্যমে উত্তর সংগ্রহ করে পরীক্ষার খাতায় লিখছিলেন তিনি।

বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শক প্রভাষক সেলিম হাসান দূর্জয়ের নজরে পড়ে। তিনি তাৎক্ষণিক বিষয়টি কক্ষ পরিদর্শক কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদকে জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল ফোনসহ পরীক্ষায় অংশ নেওয়ার অপরাধে ওই নারীকে বহিষ্কার করেন। একইসঙ্গে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে গাজীপুর জেল হাজতে পাঠানোর আদেশ দেন।


সর্বশেষ সংবাদ