চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা বিসিবির
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:১৩ PM

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক তানজিম হাসান সাকিব। বাংলাদেশের হয়ে ২৮টি সাদা বলের ম্যাচ খেলেছেন এই পেসার। এবার প্রথমবারের মতো ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটের দলে ডাক পেলেন তিনি।
পিএসএলের পুরো আসর খেলার ছাড়পত্র পাওয়ায় স্বাভাবিকভাবেই রোডেশিয়ানদের বিপক্ষে নেই লিটন দাস। উইকেটকিপার হিসেবে জাকের আলি অনিকের পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কন স্কোয়াডে রয়েছেন। এ ছাড়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা অভিজ্ঞ মুশফিকুর রহিম দলে ফিরেছেন।
এদিকে চোটে থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজেই নেই তাসকিন আহমেদ। এ বিষয়ে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, 'তাসকিন বর্তমানে তার বাম অ্যাকিলিস টেন্ডনের সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং এই সিরিজের জন্য তিনি এভেইলেবল নন।'
পেসার সৈয়দ খালেদ আহমেদও দলে ফিরেছেন। দলে থাকা বাকি দুই পেসার হলেন- নাহিদ রানা ও হাসান মাহমুদ। ৪ পেসারের সঙ্গে দুই বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম স্কোয়াডে আছেন। তবে বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদকে রাখা হয়নি এবার।
আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে রোডেশিয়ানরা। এরপর সোজা সিলেটে পৌঁছাবে সফরকারীরা। সেখানে আগামী ২০ এপ্রিল থেকে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেলেছে বাংলাদেশ। সেই টেস্টে ইনিংস ও ১০৬ রানে জিতেছিল বাংলাদেশ। সেবার ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। এ ছাড়া ২০২১ সালে হারারেতে শেষবারের দেখায় স্বাগতিক জিম্বাবুয়েকে টেস্টে ২২০ রানে হারায় বাংলাদেশ।
সবমিলিয়ে ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে দল দুটি। যেখানে বাংলাদেশ ৮ এবং জিম্বাবুয়ে ৭টিতে জিতেছে। টাইগারদের বিপক্ষে সর্বশেষ ২০১৮ সালে টেস্ট ম্যাচ জিতে রোডেশিয়ানরা।
জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।