ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানে গাইবান্ধায় লিফলেট বিতরণ
- গাইবান্ধা প্রতিনিধি
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:০৭ PM

‘নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারি, ইসরায়েলকে বয়কট করি’ স্লোগানকে সামনে রেখে ফিলিস্তিনিকে সমর্থন জানিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে একদল যুবক ইসরায়েলি পণ্য বয়কটের লিফলেট বিতরণ ও দেয়ালে পোস্টার লাগান।
সোমবার (৭ এপ্রিল) রাত ১০টা থেকে সুন্দরগঞ্জ উপজেলা চত্বর ক্লাব অ্যান্ড পাঠাগারের উদ্যোগে এ কার্যক্রম শুরু করেন ক্লাবের সদস্যরা।
লিফলেটে ইসরায়েলি পণ্য বয়কট ও দেশি পণ্যের তালিকা করে মানুষের মধ্যে বিতরণ ও শহরের বিভিন্ন দোকানে পোস্টার লাগানোর কার্যক্রম শুরু করেছে।
ক্লাবের সদস্যরা এ উদ্যোগের কারণ হিসেবে বলেন, ‘আমরা যে ইসরায়েলি পণ্য ব্যবহার করি তার লভ্যাংশ দিয়ে ইসরায়েলের অর্থনীতি শক্তিশালী হয়। আর তারা সেই অর্থ ব্যয় করে আমাদের মুসলিম ভাইদের হত্যা করতে। তাই আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করব না, তাতে অন্তত আমাদের ব্যবহারের জিনিসের লভ্যাংশের টাকা দিয়ে আমাদের ভাইকে হত্যা করতে পারবে না।’
আরও পড়ুন: শহীদি মৃত্যুর ইচ্ছাই যেন পূরণ হলো ছাত্রশিবির নেতা রায়হানের
সুন্দরগঞ্জ উপজেলা চত্বর ক্লাব অ্যান্ড পাঠাগারের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘বিশ্বের প্রত্যেক মুসলিম দেশগুলোকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তাহলে ইসরায়েলের অর্থনীতি দুর্বল হবে। একজন মুসলমান হিসেবে আমরা সরাসরি ফিলিস্তিনের পক্ষে যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি না, তাই নিজ অবস্থান থেকে যতটুকু পারি ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হব।’