পিএসএলে কবে যাচ্ছেন নাহিদ রানা-লিটন-রিশাদ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৪:০৭ PM

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন; এটা বেশ পুরনো খবর। এবার এই তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ড্রাফট থেকে নাহিদকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। টাইগার এই পেসারকে বাবর আজম, সাইম আইয়ুবদের সঙ্গে একই দলে দেখা যাবে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই পাকিস্তান সফরে যাবেন নাহিদ। ফলে, আসরে নিজেদের প্রথম ৫ ম্যাচ মিস করতে পারেন তরুণ এই পেসার।
এদিকে ৮ এপ্রিল পিএসএল খেলার জন্য দেশ ছাড়বেন লিটন, এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে রোববারও (৬ এপ্রিল) প্রাইম ব্যাংকের হয়ে ডিপিএলের ম্যাচ খেলবেন রিশাদ। এরপর পিএসএলে যোগ দিবেন, এমনটি জানিয়েছেন তার দলের কোচ।
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। রিশাদের মতোই সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে দলে টেনেছে করাচি কিংস। এ ছাড়া গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।