ফতুয়া-লুঙ্গি-গামছায় বাঙালিয়ানা সাজে সাতক্ষীরায় বর্ষবরণে বর্ণাঢ্য আয়োজন

পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান
পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান  © টিডিসি

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখে সাতক্ষীরায় ছিল উৎসবমুখর পরিবেশ। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের আয়োজনে বিশেষ চমক ছিল ড্রেস কোড—ফতুয়া, লুঙ্গি ও গামছা, যা পুরো আয়োজনকে এনে দেয় এক অন্য রকম বাঙালিয়ানার আবহ। সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন এই উৎসবে।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল সাতটায় সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

শোভাযাত্রাটি কালেক্টরেট পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। রাজ্জাক পার্কে আয়োজিত এই মেলাটি আগামী দশদিন জেলার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

এরপর সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ