ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন

ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা
ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা  © টিডিসি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের (নাপিতের হাট বাজার) অর্ধশত পরিবারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

আজ শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় উপজেলার ডহরশংকর এলাকায় দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে এ গ্রামের কিছু মুসল্লি তাদের পূর্বপুরুষ থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। ২০১১ সাল থেকে এ গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবের নিয়ম অনুযায়ী ঈদ ও রোজা পালন শুরু করে। ঈদের নামাজ আদায়ের পর প্রতিটি গ্রামে বইছে উৎসবের আমেজ। ঘরে ঘরে হয়েছে মিষ্টান্ন ও বিশেষ খাবারের আয়োজন।

মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম বলেন, ‘আমরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছি। আকাশে নতুন চাঁদ ওঠার সংবাদ পেয়ে আমরা রোজা রাখি ও ঈদ উদযাপন করি।’

প্রতিবছরের মতো এবারও এই এলাকার মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করলেন। স্থানীয়দের মতে, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ