খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মধ্যে ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হচ্ছে
ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হচ্ছে  © টিডিসি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৯ মার্চ) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ১০০ সুবিধাভোগী ও প্রতিবন্ধীর মধ্যে এসব ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এ উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘প্রতিবন্ধীদের পাশে আমরা সব সময় পাশে আছি। তারা আমাদেরই সন্তান। তাদের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ সবাই পাশে থাকবে।’

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীদের ৮ এপ্রিলের মধ্যে হল ছাড়ার নির্দেশ

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান এবং পরে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে পোলাও ১ কেজি, চিনি ১ কেজি, গুঁড়া দুধ ২৫০ গ্রাম, সয়াবিন তেল ১ লিটার, গরমমসলা ১০০ গ্রাম, সেমাই ৫০০ গ্রাম, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, ঘি ২ প্যাকেট, নুডলস ২ প্যাকেট, বাদাম ১০০ গ্রাম ও ১০০ গ্রাম কিশমিশ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ।


সর্বশেষ সংবাদ