খাগড়াছড়িতে নারী দিবসে সম্মাননা পেলেন ৭ নারী
- খাগড়াছড়ি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০১:৪২ PM , আপডেট: ০৯ মার্চ ২০২৫, ০১:১৬ PM

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়িতে ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা'র উদ্যোগে অদম্য নারী ও কীর্তিময়ী নারীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮মার্চ) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
আলোচনা সভার পরপরেই বাল্যবিবাহ নিরোধে অসামান্য অবদান রাখায় অদম্য ও কীর্তিময়ী নারী হিসেবে নির্বাচিত প্রত্যন্ত এলাকা কাপতলা পাড়া থেকে ভাগ্য লক্ষী ত্রিপুরা, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় পানছড়ি মোল্লা পাড়া থেকে ডেইজি আক্তার,শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফলতা অর্জন করায় দীঘিনালা কাটারং ছাড়া থেকে সাগরানী চাকমা,সফল উদ্যোক্তা হিসেবে গুইমারা হেডম্যান পাড়া থেকে সানুচিং মারমা,মাটিরাঙ্গা মুসলিম পাড়া হাছিনা বেগম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তাসলিমা আক্তার বিথী ও খাগড়াছড়ি সদর অর্পনা চৌধুরী পাড়া থেকে সফল জননী নারী চোপাই মারমাকে অদম্য ও কীর্তিময়ী নারী হিসেবে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
আরও পড়ুন: মাগুরার সেই শিশুর অবস্থা আশঙ্কাজনক, মেডিকেল বোর্ড গঠন
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) সুষ্মিতা খীসা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মগ প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা ও নারী নেতারা উপস্থিত ছিলেন।