জীবন বিমা করপোরেশন প্রকাশ করল নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৯
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ PM

জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় বিমাপ্রতিষ্ঠান জীবন বিমা করপোরেশন। প্রতিষ্ঠানটি নবম গ্রেডে ৫৯ ‘সহকারী ম্যানেজার’ নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জীবন বিমা করপোরেশন;
পদের নাম: সহকারী ম্যানেজার;
পদসংখ্যা: ৫৯টি;
বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৭
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;
আবেদনের যোগ্যতা—
*প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা,
*স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে (অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ২২৩ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ মার্চ ২০২৫, বিকেল ৫টা;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।