৪৭ অফিসার নেবে ডিপিডিসি, আবেদন করুন আগামীকালের মধ্যেই
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৯ AM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। প্রতিষ্ঠানটি ৩ ক্যাটাগরির পদে ৪৭ কর্মীর চুক্তিভিত্তিক নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি);
১. পদের নাম: কমপ্লেইন সুপারভাইজার;
পদসংখ্যা: ১২টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (তিন বছরের চুক্তি। তবে সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য);
বেতন: মাসিক মূল বেতন ২৭,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ);
*মূল বেতনের ১০ শতাংশ চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা;
*যাতায়াত ভাতা মাসে ৩,৫০০ টাকা;
*গ্র্যাচুইটি;
*উৎসব ভাতা বছরে ২টি;
*নববর্ষ ভাতা;
*কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড;
*গ্রুপ ইনস্যুরেন্স;
*অর্জিত ছুটি নগদায়ন;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়;
আরওে পড়ুন: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ, ৮ প্রতিষ্ঠানে পদ ৯৯৭
২. পদের নাম: সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট;
পদসংখ্যা: ১৫টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (তিন বছরের চুক্তি। তবে সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য);
বেতন: মাসিক মূল বেতন ২৪,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ);
*মূল বেতনের ১০ শতাংশ হারে চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা;
*যাতায়াত ভাতা মাসে ৩,০০০ টাকা;
*গ্র্যাচুইটি;
*উৎসব ভাতা বছরে ২টি;
*নববর্ষ ভাতা;
*কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড;
*গ্রুপ ইনস্যুরেন্স;
*অর্জিত ছুটি নগদায়ন;
আবেদনের যোগ্যতা—
*ব্যবসায় শিক্ষা/বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি;
*কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতূল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: ডাক বিভাগে চাকরি, বিভিন্ন গ্রেডে নেবে ৭৪৫
৩. পদের নাম: সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট;
পদসংখ্যা: ২০টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (তিন বছরের। তবে সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য);
বেতন: মাসিক মূল বেতন ২৫,০০০ টাকা;
*মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া (নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ);
*মূল বেতনের ১০ শতাংশ চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা;
*যাতায়াত ভাতা মাসে ৩,০০০ টাকা;
*গ্র্যাচুইটি;
*উৎসব ভাতা বছরে ২টি;
*নববর্ষ ভাতা;
*কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড;
*গ্রুপ ইনস্যুরেন্স;
*অর্জিত ছুটি নগদায়ন;
আবেদনের যোগ্যতা—
*বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতূল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়;
বয়স (সব পদের ক্ষেত্রে): সর্বোচ্চ ৩২ বছর (১৫ জানুয়ারি ২০২৫ তারিখে)। ডিপিডিসির কর্মীদের ক্ষেত্রে আবেদনের বয়স ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য;
আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, পদ ৭৬৪
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এই লিংকে লগইন করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেট-এর মাধ্যমে আবেদন ফি বাবদ প্রতি পদের জন্য ১,০০০ টাকা পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।