ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ঢাবি এলাকায় ছাত্রদলের গ্রাফিতি অঙ্কন

ছাত্রদলের নেতাদের গ্রাফিতি অঙ্কন
ছাত্রদলের নেতাদের গ্রাফিতি অঙ্কন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রো স্টেশন থেকে দোয়েল চত্বর পর্যন্ত এক অসাধারণ দৃশ্যের অবতারণা হয়েছে। জুলাই ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিম, শহীদ রাব্বি এবং শহীদ রাসেলের সংগ্রামী স্মৃতিকে অম্লান রাখতে ছাত্রদলের উদ্যোগে অঙ্কিত হয়েছে হৃদয়স্পর্শী গ্রাফিতি। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই মহতী কার্যক্রমের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদলের নেতারা। 

এই উদ্যোগের নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। তাঁর নেতৃত্বে টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত পুরো পথজুড়ে শহীদদের নাম ও সংগ্রামের বার্তা ফুটিয়ে তোলা হয়।  

গ্রাফিতি কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম বাবু, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাজিম, বুটেক্স ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন কাজল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দীপু আহমেদ।  

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আশিক, খাইরুল, মামুন, নাইম, সাবাব, রাকিব, অরণ্য, পলাশ, রনি এবং আরও ৩০-৩৫ জন ছাত্রনেতা।  

শ্রদ্ধা ও স্মরণে এ গ্রাফিতি কার্যক্রম ছাত্রদলের ঐক্যবদ্ধতার প্রতীক হয়ে উঠেছে। উপস্থিত ছাত্রনেতারা শহীদদের স্মৃতিচারণা করেন এবং তাদের আদর্শকে ধারণ করে আন্দোলনের পথচলা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।


সর্বশেষ সংবাদ