বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন বিজ্ঞপ্তি, পদ ৫৬১
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ PM

ফের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ১৩ ক্যাটাগরির পদে ৫৬১ কর্মী নিয়োগে সোমবার (২৩ ডিসেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হয়েছে—চলবে ২২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড;
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জিএসই) মেইনটেন্যান্স;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২৬,৫০০—৫৭,৯৫০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;
*এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৪.৫ অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.৬ থাকতে হবে;
*ও লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে;
*কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে;
*জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
আরও পড়ুন: জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪২
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জিএসই) প্ল্যানিং;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৬,৫০০—৫৭,৯৫০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন বা মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;
*এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৪.৫ অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.৬ থাকতে হবে;
*ও লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে;
*কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে;
*জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জিএসই) কোয়ালিটি কন্ট্রোল
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২৬,৫০০—৫৭,৯৫০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন বা মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;
*এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৪.৫ অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.৬ থাকতে হবে;
*ও লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে;
*কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে;
*জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
আরও পড়ুন: বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে নিয়োগ, পদ ৪২
৪. পদের নাম: টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ১৫,৯০০—৩৮,৪০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;
*ও লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে ন্যূনতম সি থাকতে হবে;
*কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে;
*জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়;
*অ্যারোস্পেসের ক্ষেত্রে স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*অ্যাভিওনিকসের ক্ষেত্রে স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদি ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
৫. পদের নাম: অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট;
পদসংখ্যা: ৩৩টি;
বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রিতে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;
*এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;
*ও লেভেলে গড়ে যে কোনো ৫টি এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
আরও পড়ুন: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ দেবে বিভিন্ন পদে, নেবে ২৩
৬. পদের নাম: প্রকিওরমেন্ট অ্যাসিস্ট্যান্ট;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রিতে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;
*এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;
*ও লেভেলে গড়ে যে কোনো ৫টি এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে;
*কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে;
*জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
৭. পদের নাম: প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসই;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে বিএসসি (অনার্স) ডিগ্রিধারী হতে হবে;
*স্নাতকে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;
*এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকেতে হবে;
*ও লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে;
*কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে;
*জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
আরও পড়ুন: ৩০০০০ বেতনে চাকরি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ১১৫
৮. পদের নাম: জুনিয়র পেইন্টার জিএসই;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে;
*স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে (আর্টিসান সনদপত্রধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে);
*এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেটসহ ২ বছরের কাজের অভিজ্ঞতা অথবা স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ২ বছরের ডিপ্লোমা বা ট্রেড কোর্স থাকতে হবে;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
৯. পদের নাম: জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে;
*টায়ার ও টিউব মেরামতের ওপর ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
১০. পদের নাম: জুনিয়র বেঞ্চ ফিটার জিএসই;
পদসংখ্যা: ৭টি;
বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেটসহ ২ বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ২ বছরের ডিপ্লোমা বা ট্রেড কোর্স থাকতে হবে;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
১১. পদের নাম: জুনিয়র সুপারভাইজার টুলস সেন্টার;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে;
*এসএসসিতে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে অথবা,
*ও লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে জিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;
*কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি, পদ ১৮৬
১২. পদের নাম: জুনিয়র কার্পেন্টার জিএসই;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*সরকারস্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেটসহ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা,
*সরকারস্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ২ বছরের ডিপ্লোমা বা ট্রেড কোর্স থাকতে হবে;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
১৩. পদের নাম: ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল);
পদসংখ্যা: ৪৯৫টি;
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম এসএসসি পাস হতে হবে। নম্র-ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
*লোডিং-আনলোডিং সংশ্লিষ্ট কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে;
*অধিক ভার উত্তোলনে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
চাকরির ধরন—
১ থেকে ১২ নম্বর পদে নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনক ৩ বছর চুক্তিভিত্তিক চাকরি শেষে যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে। অন্যদিকে, ১৩ নম্বর পদের নির্বাচিত প্রার্থীরা ৮৯ দিন ভিত্তিতে (শর্তসাপেক্ষে নবায়নযোগ্য) নিয়োগপ্রাপ্ত হবেন।
আরও পড়ুন: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে চাকরি, পদ ১৬
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ ১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি ৬৬৯ টাকা; ৪ থেকে ৭ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা; ৮ থেকে ১২ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ১৩ নম্বর পদের জন্য ১১২ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা;
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।