যোগ্য প্রার্থী না পাওয়ায় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া বাতিল

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক  © সংগৃহীত

যোগ্য প্রার্থী না পাওয়ায় বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য ২০২১ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় যোগ্য প্রার্থী পাওয়া না যাওয়ায় নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো।

এর আগে ২০২১ সালের ১৮ মার্চ ১৪ পদসংখ্যার ‘সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি দিতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

২২ হাজার থেকে ৫৩ হাজার বেতনের এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ছিলো- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। যেখানে কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না।


সর্বশেষ সংবাদ