বইমেলার দুইদিন সময় বেড়েছে

  © ফাইল ফটো

অমর একুশে গ্রন্থমেলার সময় আরো দুইদিন বেড়েছে। লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এর সময়সীমা দুইদিন বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেন। ফলে আগামী ২ মার্চ পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা চলবে। 

আজ বৃহস্পতিবার ফেব্রুয়ারি মাসের শেষ দিনে অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামানোর কথা ছিল।কিন্তু লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এর সময়সীমা দুইদিন বৃদ্ধি করা হয়েছে। 

প্রসঙ্গত, ফেব্রয়ারির প্রথমদিন শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলায় এবার বেড়েছে পরিসর, প্রকাশনা সংস্থার অংশগ্রহণ। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে এবার গ্রন্থমেলার বিস্তৃতি ছিল ২৫ হাজার বর্গফুট। সোহরাওয়ার্দী উদ্যানে মেলার অংশকে এবার চারটি চত্বরে বিন্যস্ত করা হয়েছিল। সব মিলিয়ে ৪৯৯টি প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১০৪টি প্রতিষ্ঠান ১৫০টি ইউনিট নিয়ে তাদের বইয়ের পসরা সাজিয়ে বসে। আর সোহরাওয়ার্দী উদ্যানে ৬২০টি ইউনিট নিয়ে হয় ৩৯৫টি প্রতিষ্ঠানের স্টল।


সর্বশেষ সংবাদ