ইংরেজি বর্ণমালার ১৭তম অক্ষর সরিয়ে ‘এপ্রিল ফুল প্র্যাঙ্ক’ কেমব্রিজ ডিকশনারির

ইংরেজি বর্ণমালার ১৭তম অক্ষর
ইংরেজি বর্ণমালার ১৭তম অক্ষর  © টিডিসি সম্পাদিত

আজ পহেলা এপ্রিল। মানুষকে বোকা বানানোর দিন (April Fool Day)। কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ ইংরেজি বর্ণমালার ১৭তম অক্ষর সরিয়ে ‘এপ্রিল ফুল প্র্যাঙ্ক’ তথা তার পাঠক ও অনুসারীদের বোকা বানিয়েছে। আজ মঙ্গলবার কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশেষ ঘোষণা বলছে, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শেয়ার করতে এসেছি।

এতে বলা হয়, আমাদের কমিউনিটির সদস্যরা সবসময় ইংরেজি বানান নিয়ে সমস্যায় পড়েন, বিশেষ করে ‘q’ অক্ষর দিয়ে বানান করা শব্দগুলোর সাথে। তাই আমরা কেমব্রিজ ডিকশনারি থেকে ‘q’ অক্ষরটি সরিয়ে ফেলব। বর্তমানে ‘qu’ দিয়ে বানান করা সব শব্দের পরিবর্তে ‘k’ অথবা ‘kw’ দিয়ে বানান করা হবে। উদাহরণস্বরূপ, kwiet, ekwipment এবং antike।’

তবে ঘোষণার শেষে কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ বলছে, স্ট্যাটাসটি প্রথম কমেন্ট চেক করে দেখুন, কেন এই ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, স্ট্যাটাসটি প্রথম কমেন্টে ক্লিক করা হলে সেখানে একটি লিংক দেয়া হয়েছে। পরে সেই লিংক নিয়ে যায় ডিকশনারির অনলাইন ভার্সনে। সেখানে লেখা রয়েছে ‘April Fool Day’। যার অর্থ, এপ্রিল ফুল ডে উপলক্ষে এই ঘোষণাটি, যা মানুষকে বোকা বানানোর দেয়া।

তবে এ ঘোষণা কেউ কেউ সত্যিই কেমব্রিজ ডিকশনারি থেকে ইংরেজি বর্ণমালার ১৭তম অক্ষর সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি মনে করছেন। মাহমুদুর রহমান সাদী নামে একজন কমেন্টে লিখেছেন, আপনাদের উপর বাংলা একাডেমি ভর করায় আমরা গর্বিত। ইভ জোহানসন নামে কমেন্টে লিখেছেন, এপ্রিল ফুল? তার রিপ্লে কেমব্রিজ ডিকশনারি বলছে, ইয়েস।


সর্বশেষ সংবাদ