স্কুলছাত্রীকে তরমুজের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ

নাসির হাওলাদার
নাসির হাওলাদার  © সংগৃহীত

বরগুনার তালতলীতে তরমুজের লোভ দেখিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৫ এপ্রিল) তালতলী থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর পরিবার।
 
অভিযুক্ত নাসির হাওলাদার (৫০) উপজেলার পশ্চিম গাবতলী এলাকার বাসীন্দা। তিনি একজন তরমুজচাষি।

জানা গেছে, উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে নাসির হাওলাদার তরমুজ দেওয়ার কথা বলে ডেকে ঘরে নিয়ে যান। এ সময় ঘরে তার পরিবারের কেউ ছিলেন না। এ সুযোগে স্কুলছাত্রীকে তিনি ধর্ষণের চেষ্টা চালান। কিন্তু স্কুলছাত্রী তার হাতে কামড়ে দিয়ে বাইরে ছুটে আসেন।

আরও পড়ুন: ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ৯ এপ্রিল

পরে স্কুলছাত্রী বিষয়টি তার মাকে জানায়। ঘটনা জানাজানি হয়ে হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে ভুক্তভোগী পরিবারকে আইনি ব্যবস্থা না নিতে চাপ প্রয়োগ করছেন। তারা প্রভাবশালীদের ভয়ে আইনি ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না। ভুক্তভোগী পরিবার আইনি সহায়তার জন্য প্রশাসনের সহায়তা চাচ্ছে।

ওই স্কুলছাত্রী বলে, ‘তরমুজ দেওয়ার কথা বলে নাসির হাওলাদার আমাকে ঘরে ডেকে নেন। আমি ঘরে ওঠামাত্রই তিনি আমাকে ঝাপটে ধরেন এবং আমার পরিধানের কাপড় ছিঁড়ে ফেলেন। আমি ডাক-চিৎকার দিলে তিনি আমাকে ছেড়ে দেন। আমি ওই নাসির হাওলাদার শাস্তি দাবি করছি।’

আরও পড়ুন: ছুটি শেষে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ফিরল তিন বিশ্ববিদ্যালয়

স্কুলছাত্রীর মা অভিযোগ করে বলেন, ‘ঘটনার পরপরই আমাকে স্থানীয় প্রভাবশালীরা আইনি ব্যবস্থা নিতে দেয়নি। তারা শালিস ব্যবস্থার নামে আমাকে হয়রানি করছে। আমি পুলিশ প্রশাসনের কাছে আইনি সহায়তা দাবি করছি ‘

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযুক্ত নাসিরকে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলমান রয়েছে।’


সর্বশেষ সংবাদ