চাঁদপুরের সেই ৪০ গ্রামে আজও ঈদুল ফিতর উদযাপন

ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা
ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা  © সংগৃহীত

গতকাল বুধবার আফ্রিকা ও নাইজেরিয়ায় ঈদুল ফিতরের চাঁদ দেখা সাপেক্ষে চাঁদপুরের ৪০ টিগ্রামে ঈদ উদযাপন করা হয়। আজ বৃহস্পতিবার (১৩ মে) সৌদি আরবের সাথে মিল রেখে আবারও ওই গ্রামগুলোতেই ঈদ উদযাপন করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। গত ৯২ বছর ধরে এই মাদ্রাসাসহ আশপাশের ৪০টি গ্রামের বাসিন্দারা আরব দেশের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছে।

সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী গণমাধ্যমকে বলেন, গতকাল বুধবার আমাদের দরবার শরীফের একজন চাঁদ দেখার খবর জানায়। এটি শোনার পর অল্প কিছু মানুষ ঈদ উদযাপন করেছে। তবে আমরা ঈদ উদযাপন করিনি।

তিনি আরও বলেন, আমরা মুসলিম। সেজন্য মুসলিম দেশগুলোর সাথে মিল রেখে আমরা ঈদ উদযাপন করে থাকি। সবদিক বিবেচনা করে আজ আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি।


সর্বশেষ সংবাদ