মৃত ম্যারাডোনার কক্ষে কী ঘটেছিল, উঠে এল পুলিশের সাক্ষ্যে
পুলিশ কর্মকর্তা লুকাস ফারিয়াস গতকাল মঙ্গলবার সান ইসিদরো আদালতে সাক্ষ্য দেন, অস্ত্রোপচারের পর যে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন দিয়েগো ম্যারাডোনা, সেখানে কোনো ‘চিকিৎসার সরঞ্জাম’ তিনি দেখেননি। ম্যারাডোনার মৃত্যুর পর সেখানে প্রথম যে কজন উপস্থিত হন, লুকাস তাদের একজন।
- খেলাধুলা
- ১৯ মার্চ ২০২৫ ১০:৩০