জবি ভর্তিতে সাবজেক্ট চয়েস শুরু ৮ এপ্রিল
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১০:৩৬ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট চয়েস (বিষয় নির্বাচন) প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৮ এপ্রিল থেকে। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুর মোর্শেদ ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘৮ এপ্রিল থেকে সাবজেক্ট চয়েস কার্যক্রম শুরু হবে এবং এটি চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।’
কলা ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ‘শিক্ষার্থীরা ঘরে বসেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তাদের পছন্দের বিষয় নির্বাচন করতে পারবে। এ সংক্রান্ত নোটিশ ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।’
সাবজেক্ট চয়েসের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) গিয়ে লগইন করতে হবে। পরে নিজের ভর্তি পরীক্ষার রোল ও পিন নম্বর দিয়ে প্রবেশ করতে হবে। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে পছন্দের বিষয়গুলো তালিকা অনুযায়ী নির্বাচন করে সাবমিট করতে হবে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ (এ ইউনিট), কলা ও আইন অনুষদ (বি ইউনিট), বিজনেস স্টাডিজ অনুষদ (সি ইউনিট) এবং সামাজিক বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।