জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চমক দেখালেন যশোরের মাহফুজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটে চতুর্থ শিফটের ভর্তি পরীক্ষায় ছেলেদের মধ্যে দ্বিতীয় হয়েছেন যশোরের মো. মাহফুজুর রহমান। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।
জানা গেছে, মাহফুজ যশোরের মনিরাপুরের কৃষক মো. মাহমুদ আলীর সন্তান। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। স্থানীয় খাজুরা কাঠাল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং হাজী নাসির উদ্দিন কলেজ থেকে এইচএসসিতে উত্তীর্ণ হয়েছিলেন মাহফুজ। উভয় পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। এছাড়া ৮ম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তিও পেয়েছিলেন মাহফুজ।
নিজের সফলতার কথা বলতে গিয়ে মাহফুজ জানান, পরিবার, স্কুল-কলেজের শিক্ষক এবং সুব্রত ভাইয়ের কারণে আমার এতদূর আসতে পারা। তাদের সহযোগিতার কারণে আমি এই অর্জন করতে সক্ষম হয়েছি। বিশেষ করে সুব্রত দাদা যেভাবে গাইড করেছেন তাতে আমার ভর্তি প্রস্তুতি অনেক সহজ হয়ে গেছে।
ভর্তির জন্য কোথাও কোচিং করেছেন কি না এমন প্রশ্নের জবাবে কৃতি এই শিক্ষার্থী আরও জানান, ‘আমি সুব্রত দাদার সুব্রত’স স্পেশাল ব্যাচে ভর্তি ছিলাম। এখানে পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের হয়। এই কোচিংয়ের একটি ভালো দিক হলো- তারা আমাদের পরীক্ষা ভীতি কাটিয়ে তোলার জন্য নিয়মিত ক্লাস ও এক্সাম নিতেন। এখানে পড়ানোর ধরনও ভিন্ন।