রাবিতে চূড়ান্ত আবেদনের প্রথম পর্যায়ের সিলেকশন শেষ হচ্ছে আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১২টায়। তবে টাকা পেমেন্ট করা যাবে আগামীকাল সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর আগে প্রাথমিক আবেদন শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২৪-২৫-এর জন্য প্রাথমিক আবেদনকারীর মধ্য হতে এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিটের বিভিন্ন শাখায় (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) চূড়ান্ত আবেদনের জন্য প্রয়োজনীয়-সংখ্যক আবেদনকারী নির্বাচনে ব্যবহৃত সর্বনিম্ন জিপিএ (এইচএসসি/সমমান) প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

একই জিপিএ প্রাপ্ত একাধিক প্রার্থীর ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়েছে। উল্লেখ্য, ‘বি’ ইউনিটের মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখার সবাই প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ৫০ বছর বয়সে জবির ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে যা বললেন তপু

প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৭, মানবিক ৪.৫০ ও ব্যবসায় শিক্ষা ৪.২৯। আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৯, মানবিক ৫.০০ ও ব্যবসায় শিক্ষা ৫.০০।

তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যেকোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তী সময়ে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।

প্রথম দফা শেষে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে পরবর্তী দুটি ধাপে আবেদন করা যাবে। দ্বিতীয় দফায় ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি, তৃতীয় দফায় ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

আরও পড়ুন: জবিতে ভর্তিচ্ছুদের পাশে জেলাভিত্তিক ছাত্রসংগঠনগুলো

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বলেন, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদন শেষ হবে আজ রাত ১২টায়। তবে টাকা পেমেন্ট করা যাবে আগামীকাল বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


সর্বশেষ সংবাদ