বেরোবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

বেরোবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে
বেরোবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে  © টিডিসি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয় এ পরীক্ষা।

পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ভিড় জমান। তারা বলেন, ‘রংপুরের বিভিন্ন কলেজেসহ বিশ্ববিদ্যালয়ে আসন দেওয়ায় আমাদের এবং আমাদের সন্তানদের জন্য সুবিধা হয়েছে। কোনো রকম ভিড়ের মধ্যে পড়তে হয়নি। আর এইখানে পুলিশ আনসার খুব শৃঙ্খলভাবে তাদের কাজ সম্পন্ন করেছে যেন কোথাও কোনো সমস্যা না হয়৷’

পরীক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসের ভেতরের পরিবেশ এবং সার্বিক পরিবেশ খুবই সুন্দর। পরীক্ষার হলে এবং বাইরের হেল্প ডেক্সসহ সকলের ব্যবহার খুবই মার্জিত ছিলো। আশা করি ভালো কিছু হবে।’

আরও পড়ুন: যানজটে নাকাল পুরান ঢাকা, ভোগান্তিতে জবি ও ঢাবির ভর্তি পরীক্ষার্থীরা

বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য  বলেন, ‘প্রতিটি সেন্টারেই আমাদের বিশেষ টিম পাঠানো হয়েছে, যেন কোথাও কোনো সমস্যার সৃষ্টি না হয়। ১২ হাজার ৭৬৫ জন শিক্ষার্থীর আজ পরীক্ষা হচ্ছে।’

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে শিক্ষার্থীদের সঙ্গে থাকা অভিভাবকদেরও বাইরে বিশ্রামের জন্য বসার জায়গার ব্যবস্থা করে দেওয়ার কথা ভাববেন। পরীক্ষার সুষ্ঠু পরিবেশের কথা চিন্তা করেই তাদের ভেতরে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উল্লেখ্য এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ