ঢাবির প্রযুক্তি ইউনিটের চূড়ান্ত মাইগ্রেশন ও মনোনয়ন প্রকাশ, ক্লাস শুরুর তারিখ ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ AM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ০৬:০৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির জন্য খালি আসনে নতুনভাবে মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার ও চূড়ান্ত ভর্তির সময়সীমা ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত মাইগ্রেশন ও মেধাক্রম অনুযায়ী ভর্তির পর আগামী ৮ ডিসেম্বর ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুনভাবে যে সব প্রার্থী বিষয় মনোনয়ন পেয়েছেন, তাদের মধ্যে ভর্তি ইচ্ছুক প্রার্থীকে ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা (গুরুত্বপূর্ণ তথ্য) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমার রশিদের প্রিন্ট কপি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টসহ বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন এলাকায় উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ট্রেনিং রুম (কক্ষ নম্বর ১১২, দ্বিতীয় তলা) সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে।
এটাই সর্বশেষ মাইগ্রেশন এবং বিষয় মনোনয়ন। তাই বর্তমানে মনোনীত বিভাগ ও প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই চূড়ান্ত ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। নতুনভাবে বিষয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের সাক্ষাৎকার হবে ৩০ নভেম্বর। মেধাক্রম ৪৭৭৬ হতে ৫৬৭৩ এবং ৭৫৯, ১০১৮, ১১৪৪, ১৫০৪, ৪৬৩৭, ৪৬৩৯, ৪৭১০, ৪৭৩৮, ৪৭৫৫, ৪৭৬৯ রোল নম্বরধারীকে ডাকা হয়েছে।
ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ার সময় প্রার্থীদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র; এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট; অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের পছন্দক্রম-এর প্রিন্ট কপি (ফরমের নিচের অংশে প্রার্থীর স্বাক্ষর ও মোবাইল নম্বর লিখতে হবে); অনলাইনের মাধ্যমে বর্তমানে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩ হাজার ৪০০ এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫ হাজার টাকা পরিশোধের রশিদের প্রিন্ট কপি (ইউনিট ও শিক্ষার্থী অংশ) সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য, রশিদের প্রিন্ট কপির শিক্ষার্থীর অংশ ট্রান্সক্রিপ্ট জমার সময় ডিন অফিসের স্বাক্ষর নিয়ে নিজের নিকট সংরক্ষণ করতে হবে, যা প্রার্থীর ভর্তির সময় প্রার্থীর প্রয়োজন হবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহ ডিন অফিসে জমা রাখা হবে। মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ডিন অফিসে জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহের পর্যাপ্ত সংখ্যক (কমপক্ষে ২০ কপি) ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তিতে ভর্তি সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে।
বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিভাগ ও প্রতিষ্ঠান পরিবর্তিত প্রার্থীদের পরবর্তী করণীয় নির্দেশনা
১. বিশেষ মাইগ্রেশনের জন্য আবেদনকারী শিক্ষার্থীরা ইতোপূর্বে প্রতিষ্ঠানের ভর্তি ফি জমা দেওয়ার কারণে বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে পরিবর্তিত বিভাগ ও প্রতিষ্ঠানের ভর্তির কার্যক্রম সম্পন্ন করার জন্য শুধু চূড়ান্ত মাইগ্রেশনের মনোনয়ন ফি বাবদ অফেরতযোগ্য ৫০ টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। রশিদের কপি অবশ্যই পরিবর্তিত বিভাগ ও প্রতিষ্ঠানের অফিসে ১ হতে ৩ ডিসেম্বর তারিখের চূড়ান্ত ভর্তির কার্যক্রম সম্পন্ন করার সময় জমা দিতে হবে।
প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে বর্তমানে ভর্তি হওয়া প্রতিষ্ঠান হতে নিজ দায়িত্বে তার জমাকৃত ফি সমন্বয় কিংবা উত্তোলন করে নিতে হবে অথবা প্রতিষ্ঠানের মাধ্যমে সমন্বয় করতে হবে। নতুনভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে যারা ডিন অফিসে ৩০ নভেম্বর মূল ট্রান্সক্রিপ্ট জমা দেবে, তাদের আগামী ১ ডিসেম্বর হতে ৩ ডিসেম্বরে মধ্যে মনোনীত বিভাগ ও প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
২. ভর্তির কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩ হাজার ৪০০ এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( https://collegeadmission.eis.du.ac.bd) লগইন করে অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। উক্ত পরিশোধিত ফি’র পে-ইন স্লিপের প্রিন্ট কপি নিয়ে ভর্তির জন্য মনোনীত সংশ্লিষ্ট কলেজ বা ইনস্টিটিউটে জমা দিতে হবে। জমাকৃত টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নির্ধারিত ভর্তি ফি’র সঙ্গে সমন্বয় করে প্রতিষ্ঠানের অবশিষ্ট ভর্তি ও অন্যান্য ফি জমার মাধ্যমে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আরো পড়ুন: ভাঙল প্রকৌশল গুচ্ছ, তিন বিশ্ববিদ্যালয়ে আলাদা ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত
৩. প্রার্থীদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য নির্ধারিত ফি পরিশোধের ডাউনলোডকৃত টাকা প্রাপ্তির রসিদ; ডিন অফিস কর্তৃক Transcript Received সিলযুক্ত বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র; এসএসসি ও এইচএসসি পরীক্ষার Academic Transcripts-এর দুই কটি করে ফটোকপি; এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের দুই কটি ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি ৬ কপি; অভিভাবকের বাৎসরিক আয়ের সনদপত্র (যেকোনো গেজেটেড অফিসার/ওয়ার্ড কমিশনার/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/কর্মরত প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত) এবং প্রার্থীর সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদ (Testimonial)।
বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) এবং প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার কোঅর্ডিনেটর অধ্যাপক ড. উপমা কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ ডিসেম্বর হতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ক্লাস শুরু হবে। ক্লাস শুরুর আগে স্ব স্ব প্রতিষ্ঠান ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে স্ব স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখার জন্য শিক্ষার্থীদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।