চবির আরও দুই ইউনিটের শর্টলিস্ট ও সাক্ষাৎকার স্থগিত

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বি-ইউনিট এবং বি১ উপ-ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদ) প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার পঞ্চম পর্যায়ে সাধারণ আসনে ভর্তির জন্য প্রকাশিত শর্টলিস্ট ও সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪-এর বি-ইউনিট ও বি১ উপ-ইউনিটের আসনে মেধা তালিকা হতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রকাশিত শর্টলিস্ট এবং ২১ অক্টোবর অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১০টায় অনলাইনে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৬তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: চবির ‘ডি’ ইউনিটের শর্ট লিস্ট প্রকাশের পর স্থগিত

সংশোধিত শর্টলিস্ট এবং সাক্ষাৎকারের নতুন তারিখ শিগগিরই প্রকাশ করা হবে। সবার অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বি-ইউনিট ও বি১ উপ-ইউনিট প্রথম বর্ষ ভর্তি কমিটির সমন্বয়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ