শহরের জেব্রা ক্রসিং রাঙিয়ে তুলছে ছাত্রদল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০১ PM
পরিচর্যার অভাবে রাজধানীতে পথচারীদের সড়ক পারাপারের জেব্রা ক্রসিংয়ের দাগগুলো মুছে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছে পথচারীরা। রাজধানীর সড়কে পথচারীদের নির্ভিঘ্নে রাস্তা পারাপার নিশ্চিতে উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সনি সিনেমা হলের সামনে জাতীয় চিড়িয়াখানা রোডের জেব্রা ক্রসিংয়ের দাগ রাঙিয়ে দিয়েছে সংগঠনটির নেতারা। সকাল ১১টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চলে এ কর্মসূচি।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম–আহ্বায়ক আকরাম আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। তিনি বলেন, সনি সিনেমা হলের সামনের সড়কে জেব্রা ক্রসিংয়ের দাগ মুছে যায়। এতে পথচারীদের রাস্তা পারাপারের বিঘ্ন ঘটছে। বিষয়টি নজরে আসার পর আমরা পদক্ষেপ নিয়েছি। ধারাবাহিকভাবে অন্য সড়কগুলোতেও আমাদের একই কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
ছাত্রদল নেতা আকরাম বলেন, জেব্রা ক্রসিং ব্যবহার করে পথচারীরা রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করে থাকেন। নিরাপদে সড়ক পারাপারের জন্য পথচারীদের জন্য জেব্রা ক্রসিং খুবই প্রয়োজনীয়।
জেব্রা ক্রসিংয়ের দাগ রাঙানো কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা আল মামুন, মিরপুর থানা ছাত্রদল নেতা কাজী অভি, আসাদুজ্জামান রাব্বি, ওয়াসিম আকরাম, জাহিদুল ইসলাম রিয়াজ।
এ ছাড়া দারুসসালাম থানা ছাত্রদলের মো. ওমর নাঈম, শফিকুল ইসলাম রাব্বি, পল্লবী থানা ছাত্রদলে মাহফুজ আল রাফি, বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলে কামরুল হাসান, মোহাম্মদপুর থানা ছাত্রদলে পারভেজ খাঁন, শিহাব খাঁন, আদাবর থানা ছাত্রদলে নিরব, লিটন, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের মো. সাগরসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।