ইবির ‘ডি’ ইউনিটে প্রথম আশিক মিয়া, পাস ৭৯ শতাংশ

  © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের অধীন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

পরীক্ষায় পাস করেছেন ১৪০৬ জন। মোট পরীক্ষা দিয়েছেন ১৭৭৪। যা মোট পরীক্ষার্থীর ৭৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। এ ইউনিটে ১০৮ মার্কস পেয়ে প্রথম হয়েছেন আশিক মিয়া এবং ১০৪ পেয়ে দ্বিতীয় হয়েছেন ফেরদৌস ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
 
রবিবার (১২ মে)  ‘ডি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান আশ্রাফি এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ইউনিটে ৩২০টি আসনের বিপরীতে আবেদনকারী ১ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর  মধ্যে ১ হাজার ৭৭৪  জন পরীক্ষায় অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিলো ৯৩ শতাংশ।

সমন্বয়ক অধ্যাপক অধ্যাপক সিদ্দিকুর রহমান আশ্রাফি বলেন, ধর্মতত্ত্ব অনুষদের সমন্বয়ক হিসেবে আমি বলতে চাই সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রস্তুত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ