একদিনে ১৪৮ চিকিৎসককে বদলি, আতঙ্কে অন্যরা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়  © লোগো

বছরের প্রথম দিনে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৪৮ চিকিৎসককে একসঙ্গে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ খবর ছড়িয়ে পড়তেই অন্য চিকিৎসকেরা আতঙ্কে আছেন বলে জানা গেছে। 

বুধবার (১ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার্সোনেল-১ শাখার উপসচিব মো. সাইফুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে ১৪৮ চিকিৎসক বদলির তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার সার্ভিসের এসব চিকিৎসককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত চিকিৎসকদের কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। এছাড়া রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর স্বাস্থ্যখাতেও অস্থিরতা দেখা দেয়। সরকার পরিবর্তনের পর অন্যান্য মন্ত্রণালয়ের মতো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন অধিদপ্তর, প্রতিষ্ঠান, হাসপাতাল ও মেডিকেল কলেজের ঊর্ধ্বতন পদগুলোতে পরিবর্তন আসে। সবচেয়ে বড় বিতর্ক দেখা দেয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ নিয়ে। সারা দেশে অন্তত ৫ শতাধিক মেডিকেল শিক্ষার্থীকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। বদলি করা হয়েছে চিকিৎসকদেরও। যার ফলে চিকিৎসকদের মধ্যে দেখা গেছে আতঙ্ক। তবে কেউ নাম প্রকাশ করতে ইচ্ছুক হননি।


সর্বশেষ সংবাদ